Amra Dohar Basi 1

আমরা দোহারবাসী আসলেই সবাই এক । কারন এক দিকে যেমন আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সাংগঠনিক, অন্য দিকে আমরা ঢাকা জেলার ১ নং আসনের অধিবাসী । যেভাবেই আপনি ভাবেন আমরা দোহার বাসীরা সবাই কিন্তু একই ।
দোহার উপজেলা ঢাকা জেলার মধ্যে আয়তন ও জনসংখ্যার বিবেচনায় সবচেয়ে ছোট উপজেলা। ১৯২৬ সনে দোহার থানার উৎপত্তি হয় এবং ১৯৮৩ সনে দোহার উপজেলা হিসাবে মান উন্নীত হয়। উত্তরে- নবাবগঞ্জ উপজেলা দক্ষিণে-পদ্মা নদী পূর্বে- শ্রীনগর উপজেলা (জেলা-মুন্সিগঞ্জ) পশ্চিমে- হরিরামপুর উপজেলা (জেলা-মানিকগঞ্জ)।
দোহার উপজেলায় মোট ৮ টি ইউনিয়ন ১ টি উপজেলা, ৯৩ টি মৌজা এবং ১৩৯ টি গ্রাম রয়েছে।
দোহার উপজেলার ইউনিয়ন গুলোর নাম হচ্ছেঃ
১.নয়াবাড়ি
২. কুসুমহাটি
৩. রায়পাড়া
৪. চর মোহাম্মদপর
৫. সুতারপাড়া
৬. নারিশা
৭. মোকসেদপুর
৮. বিলাশপুর

মোট জনসংখ্যা ২,২৬,৪৩৯ জন (প্রায়)। পুরুষ ১,০৭,০৪১ জন (প্রায়) এবং মহিলা ১,১৯,৩৯৮ জন (প্রায়)। লোক সংখ্যার ঘনত্ব ১,৪০২ জন (প্রতি বর্গ কিলোমিটারে) এবং মোট ভোটার সংখ্যা ১,৫১,৭৭০ জন। পুরুষ ভোটার সংখ্যা ৭৩,১২০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৭৮,৬৫০ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০% মোট পরিবার(খানা) ৪৯,৪০০ টি।
উচ্চ বিদ্যালয় ১৬ টি, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ০৪ টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ০১ টি, কারিগরি স্কুল এন্ড কলেজ (স:) ০১ টি, ডিগ্রী কলেজ ০২ টি, আলিয়া মাদ্রাসা ০১ টি, দাখিল মাদ্রাসা ০৩ টি, কওমী হাফিজিয়া ও অন্যান্য মাদ্রাসা ২৮ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪২ টি, রেজি: প্রাথমিক বিদ্যালয় ০৮ টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ০৬ টি, এবতেদায়ী মাদ্রাসা ০১ টি, উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রা: বিদ্যা: ১১ টি এবং বেসরকারী কেজি স্কুল ১৮ টি।

দোহার উপজেলার অর্থনীতির বেশির ভাগ অংশই আসে রেমিটেন্স থেকে। এখানকার কর্মরত বেশির ভাগ মানুষই- সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইটালি, যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর ভিবন্ন দেশে অবস্থান করছেন । আর এই রেমিটেন্স এর পরিমাণ অনেক বেশি হওয়ায় দোহার উপজেলায় গড়ে উঠেছে অধিক সংখ্যক ব্যাংক | মোটকথা মতিঝিলের পর দোহার বাংলাদেশের একমাত্র থানা যেখানে ব্যাংকের সংখ্যা অধিক | এছাড়াও দোহারের অর্থনীতি নির্ভর করে- কৃষি কাজ, ব্যবসা - বাণিজ্য, তাঁত শিল্প ইত্যাদির উপর |
আমরা দোহার বাসীরা অত্যন্ত শৌখিন, আরাম প্রিয় এবং ভোগ বিলাসী প্রকৃতির মানুষ । আবার কঠোর পরিশ্রমী মানুষ-ও বটে । আমাদের দোহার উপজেলার কৃতি ব্যক্তিদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অন্যতম হল- বিচারপতি ফজলুর রহমান, ক্যাপ্টেন রফিকুল ইসলাম, ক্যাপ্টেন নুরুল হক, জি এস চৌধুরি, মধু চৌধুরি,খন্দকার শহীদ, ডাঃ ওমর, ডাঃ জালাল উদ্দিন, ব্যারিস্টার নাজমুল হুদা, সালমান এফ রহমান, সচিব মিজানুর রহমান, শামীম আসরাফ চৌধুরী প্রমূখ, ডাক্তার এ আর খান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি আসাদুজ্জামান খান কামাল,জজ মান্নান, মাহাবুবুর রহমান, গাজি রাকায়েত, পরশ আলি দেওয়ান।
দোহার উপজেলার দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হচ্ছে নুরুল্লাহপুর ওরস শরীফ এর মেলা, মৈনট ঘাঁট, পদ্মার নদীর পাড়ে বাহ্রা ঘাট, কোঠাবাড়ি বিল,নারিশা পদ্মার পার, আড়িয়াল বিল(নিকড়া), ডাক বাংলো(নারিশা) |
শুধু মাত্র আমাদের দোহার সম্পর্কিত যে কোন তথ্য, খবরা-খবর, বিভিন্ন ধরনের স্থির চিত্র এবং ভিডিও বার্তা যা আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনের সাথে উতপ্রত ভাবে জড়িয়ে আছে, এই ধরণের সকল তথ্য গ্রুপ এ সংযোজিত করা হয়।
দোহার সম্পর্কিত আর গুরুত্বপূর্ণ তথ্যাদি জানতে পারবেন এই ঠিকানায়ঃ
http://dohar.dhaka.gov.bd/