Sun Online Shop (Imported From Aliexpress,Ebay,Amazon,Walmart,Dhgate)

- এটি একটি অনলাইন শপিং প্রতিষ্ঠান। এর মাধ্যমে আপনি ঘরে বসেই খুব ...সহজে ইন্টারন্যাশনাল ই-কমার্স সাইটগুলো থেকে পন্য কিনতে পারবেন।অর্থাৎ যেসব সাইট থেকে পন্য কিনতে ডলার($) লাগে সেসব সাইট থেকে আপনি বিকাশের মাধ্যমে পন্য কিনতে পারবেন।

কিভাবে অর্ডার করবেন?
- প্রথমে আপনি যে পন্যটি কিনতে চান তার লিংক আমাদের গ্রুপে পোস্ট করুন ।

- পন্যটি কি সরাসরি আপনার ঠিকানায় নিতে চান নাকি আমাদের ঠিকানায় এনে তারপর কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় নিতে চান তা অবশ্যই উল্লেখ করুন।

- তারপর আমরা আপনাকে জানিয়ে দিব যে কত টাকা এবং সর্বোচ্চ কতদিন লাগতে পারে।

কিভাবে পন্যের টোটাল খরচ নির্ধারন করা হয়?
ক. ১০০ ডলারের কম মূল্যের পন্যের ক্ষেত্রে...
= (পন্যের মূল্য x ৯০ টাকা)+(পন্যের শিপিং খরচ যদি থাকে x ৯০)+কুরিয়ারে নিলে কুরিয়ার চার্জ ১০০ টাকা।

খ. ১০০ ডলারের বেশী মূল্যের পন্যের ক্ষেত্রে...
= হিসেব ঐ আগের মত প্রায় একই শুধু প্রতি ডলার ৮৮ টাকা করে।


******************************
T&C:
- অন্য সবার থেকে আমরাই দিচ্ছি সবচেয়ে কম রেটে পন্য কেনার সুযোগ।
- নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কারনবশঃত প্রোডাক্ট হাতে না পেলে পুরো টাকা ফেরৎ দেওয়ার গ্যারান্টি।
- ২৪ ঘন্টা ও সপ্তাহে ৭ দিন অনলাইন সাপোর্ট।
- আপনি ইচ্ছে করলে আমাদের অফিসে এসেও পেমেন্ট করতে ও প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন।
- আমরা আপনার অর্ডার ও পেমেন্টের একটি কপি আমাদের ফেসবুক পেইজে, ফেসবুক গ্রুপে এবং আপনার ই-মেইলে পোস্ট করে দিব।
- আপনার অর্ডার কনফার্ম হলে আমরা আপনাকে ৫-১০ দিন পর একটি Track No. দিব যার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টের অবস্থান জানতে পারবেন।
- এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা তো থাকছেই।


ক. আপনাকে আগে পেমেন্ট করতে হবে তাহলেই আমরা আপনার অর্ডার কনফার্ম করতে পারব।কেননা অর্ডার করতে হলে অমাদেরকেও আগে পেমেন্ট করতে হয়।তা না হলে আমরাও আপনাদের কাছ থেকে আগে পেমেন্ট নিতাম না।

খ. লাক্সারিয়াস,ভারী অথবা বড় পণ্যের ক্ষেত্রে সরকার কতৃক কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক ধার্য করা হয়।সাধারনত ছোট এবং ওজন কম হলে কাস্টমস ডিউটি বসে না।তাই পণ্যের তারতম্য হিসেবে ডিউটি বসে ও তা কম বেশি হতে পারে।সুতরা কাস্টমস কতৃক ধার্যকৃত টাকা(ভ্যাট) আপনাকে পে করতে হবে।এটার দায়িত্ব আমদের না।

গ. ফ্রী শিপিং-এ সাধারনত পন্য আসতে ১৫-৬০ দিন সময় লাগে তাই ধৈর্য্য ধরতে হবে।যদিও ৩-৭ দিনের মধ্যে(DHL) এর মাধ্যমে পন্য আনা যায় তবে তাতে খরচ অনেক বেশী পরবে।

ঘ. প্রত্যেকটি পন্য শিপিং-এ সর্বোচ্চ কতদিন লাগতে পারে তা পন্যের নিচে উল্লেখ করা থাকে।তাই উক্ত সময়ের মধ্যে যদি পন্য আপনি হাতে না পান তাহলে সাথে সাথে আমরা আপনার পুরো টাকা ফেরৎ দিয়ে দিব।

ঙ. পণ্য কিনার ক্ষেত্রে প্রোডাক্ট ফিডব্যাক লক্ষ করুন।